ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৭ প্রতিষ্ঠানের দাপট

২০২৩ নভেম্বর ১৭ ১৯:৩৮:৫৭
সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৭ প্রতিষ্ঠানের দাপট

নিজস্ব প্রতিবদেক : বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো-প্যাসিফিক ডেনিমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, খুলনা প্রিনিং, খান ব্রাদার্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল এবং এসকে ট্রিমস লিমিটেড। এই ৭ কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে প্যাসিফি ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ২৮.২৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানির ৪৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৩৩.৮৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির এক কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪.৮৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৫২ কোটি ১০ লাখ ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৮৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির এক কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদাসং পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১.৬৩ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৬৬ কোটি ৮৭ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪.০৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ৫৪ কোটি ৮৫ লাখ ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১০ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার ৭ম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০.৯৮ বেড়েছে শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির এক কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৫৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২২ কোটি ৬৯ লাখ ৪০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার ৮ম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৭৭ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১২ কোটি ১৬ লাখ ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৮২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০.৬২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৩ কোটি ৪৬ লাখ ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.২০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে