ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসই’র মুনাফা গিলে খাচ্ছে ফ্লোর প্রাইস

২০২৩ নভেম্বর ১৬ ১৭:০৫:০২
ডিএসই’র মুনাফা গিলে খাচ্ছে ফ্লোর প্রাইস

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রাজস্ব আয় আগের অর্থবছরের তুলনায় ২৫ শতাংশ কমেছে। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ২০২০-২১ অর্থবছরের পর সর্বনিম্ন ।

সমাপ্ত অর্থবছরে মুনাফা এমন পতনের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অস্থিতিশীল বাজার পরিস্থিতি এবং ফ্লোর প্রাইসকে দায়ি করেছেন। যার কারণে সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

সমাপ্ত অর্থবছরে মুনাফা কমে যাওয়ায় ডিএসইর পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

গত বছরের শুরুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডিএসইতে টার্নওভার কমতে থাকে। ফলে প্রতিষ্ঠানটি অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়।

এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের টানা পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বেঁধে দেয়। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর প্রতিষ্ঠানটির টার্নওভার আরও চ্যালেঞ্জের মুখে পড়ে।

ফ্লোর প্রাইস হল সর্বনিম্ন মূল্য যেখানে একটি স্টক লেনদেন করা যায়। এই ধরনের মূল্য ব্যবস্থার কারণে বিনিয়োগকারীরা চাইলেও শেয়ার বিক্রি করতে পারে না। যে কারণে শেয়ারের লেনদেন কমে যায়।

ডিএসইর কর্মকর্তারা এই বিষয়ে বলছেন, শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়ার কারণে ডিএসইর আয় কমে গেছে। কারণ গত অর্থবছরে শেয়ারবাজারে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তিনি বলেন, রাজস্ব আয় কমে গেলেও প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ি ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে মুনাফা হ্রাস পেয়েছে।

এর আগে কোভিড-১৯ মহামারীর কারণে ডিএসইর মুনাফা উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছে। ২০২০ সালের ২৯ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত শেয়ারবাজার বন্ধ করতে বাধ্য হয়েছিল। যার ফলে ওই বছর ডিএসইর রাজস্ব তলানিতে নেমে গিয়েছিল।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে