ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ মুনাফায় ‘বি’ গ্রুপের ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৩ নভেম্বর ১০ ২২:০৮:২৫
সর্বোচ্চ মুনাফায় ‘বি’ গ্রুপের ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ গ্রুপের ৭ কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে। কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিল, সেন্ট্রাল ফার্মা ও সমতা লেদার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২.১৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৪০.৩০ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৩৫.৩৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৮.৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৮.১২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৫৩ শতাংশ এবং সমতা লেদারের ১২.৪৬ শতাংশ। যার ফলে কোম্পানিগুলোর শেয়ারের বিনিয়োগকারীরা বড় মুনাফায় রয়েছে।

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে