ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানি

২০২৩ নভেম্বর ০৭ ১৮:০৬:৫১
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : দুই দিন কিছুটা উত্থানের আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সামান্য পতন হয়েছে। এদিন প্রধান সূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এর মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, খুলনা প্রিন্টিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং অলিম্পিক এক্সেসরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় এক টাকা ৪০ পযসা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ২০ পয়সায়।

এরপর সর্বোচ্চ দর বেড়েছে অলিম্পিক এক্সেসরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় এক টাকা ১০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।

আজ ডিএসইতে এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২৫ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১১ টাকা ৪০ পয়সায়।

শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে