ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ দরেও মিলেনি ৯ কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ০৫ ১৭:০৪:৫৮
সর্বোচ্চ দরেও মিলেনি ৯ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচির মধ্যও আজ রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হয়েছে। তবে দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের কিছুটা পতন হয়েছে। আজ ডিএসইতে লেনদেনের শেষভাগে ৯টি কোম্পানির ক্রেতারা সর্বোচ্চ দরেও কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারেননি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর শেয়ার হলো-ইউনাইটেড ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ইন্ট্রাকো সিএনজি, সমরিতা হাসপাতাল, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড মিল ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার আজ লেনদেনের এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্ডেট হয়ে যায়। এই সময়ে কোম্পানিগুলোর শেয়ারে হাজার হাজার ক্রেতার সমাগম থাকলেও বিক্রেতাদের খোঁজ মিলেনি।

ফলে কোম্পানিগুলোর শেয়ার সর্বোচ্চ দরে কেনার অফার দিয়েও আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার পায়নি। লেনদেনের শেষ পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার হল্ডেট থাকতে দেখা যায়।

শেয়ারনিউজ, ০৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে