ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগকারীদের হতাশ করেছে আরও তিন কোম্পানি

২০২৩ নভেম্বর ০১ ১৭:১৩:২৮
বিনিয়োগকারীদের হতাশ করেছে আরও তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও তিন কোম্পানি বিনিয়োগকারীদের হতাশ করেছে। ৩০ জুন ২০২৩সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলো হলো- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ ও ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেড।

উসমানিয়া গ্লাস শিট

সমাপ্ত অর্থছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫. টাকা ৯৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৯ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ম্যাক এন্টারপ্রাইজেস

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২ টাকা ১১ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ারনিউজ, ০১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে