ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অক্টোবরে শেয়ারবাজারে লেনদেন কমেছে ২৭ শতাংশ

২০২৩ নভেম্বর ০১ ০৭:১০:৫০
অক্টোবরে শেয়ারবাজারে লেনদেন কমেছে ২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের শেয়ারবাজার মন্দাবস্থার মধ্যে অতিবাহিত করছে। এই সময়ে শেয়ারবাজারের সূচক প্রায় স্থবির হয়ে আছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে আটকে আছে।

সূচকের পাশাপাশি ধারাবাহিকভাবে কমছে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ। সদ্য সমাপ্ত অক্টোবরে আগের মাসের তুলনায় শেয়ারবাজারে দৈনিক গড় লেনদেন কমেছে ২৭ শতাংশ।

মূলত বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমার কারণে শেয়ারবাজারে লেনদেন কমে আসছে। ইবিএল সিকিউরিটিজের মাসিক শেয়ারবাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।

বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের অক্টোবরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ১০ কোটি ৩০ লাখ ডলার লেনদেন হয়েছে। এর পরের মাসে এই লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ ডলারে। গত বছরের ডিসেম্বরে এটি আরো কমে ৩ কোটি ৫০ ডলারে দাঁড়িয়েছে।

এই বছরের জানুয়ারিতে দৈনিক গড় লেনদেন কিছুটা বেড়ে ৪ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়ায়। গত ফেব্রুয়ারিতে এটি কমে দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ডলারে। এই বছরের মার্চে দৈনিক গড় লেনদেন ছিল ৪ কোটি ৫০ লাখ ডলার।

তবে এর পরের মাসে এপ্রিলে লেনদেন কিছুটা বেড়ে ৫ কোটি ৪০ লাখ ডলার হয়। মে মাসে দৈনিক গড়ে ৮ কোটি ২০ লাখ ডলার লেনদেন হয়েছে। জুনে এটি কমে দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখ ডলারে। জুলাইয়ে এটি আরো কমে ৭ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়।

আগস্টে দৈনিক গড় লেনদেন ৪ কোটি ডলারে নেমে আসে। গত সেপ্টেম্বরে এটি কিছুটা বেড়ে ৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছিল। সর্বশেষ গত অক্টোবরে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ২০ লাখ ডলার লেনদেন হয়েছে। গত বছরের অক্টোবরে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩০৭ পয়েন্ট। এ বছরের অক্টোবর শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ২৭৯ পয়েন্টে।

বাজার বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা ও সামষ্টিক অর্থনীতির সংকটের প্রভাব গত মাসেও শেয়ারবাজারে পরিলক্ষিত হয়েছে।

পাশাপাশি ফ্লোর প্রাইসের কারণেও অনেক শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ নেই। এসব কারণেই শেয়ারবাজারে লেনদেন ক্রমান্বয়ে কমছে।

শেয়ারনিউজ, ০১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে