ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে হিমাদ্রির আকাশছোঁয়া রেকর্ড

২০২৩ অক্টোবর ৩০ ১৬:৪৫:০৩
শেয়ারবাজারে হিমাদ্রির আকাশছোঁয়া রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ ডিভিডিন্ড দিয়েছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭০০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে।

রোববার ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এই ডিভিডেন্ড রিজার্ভ বা পুনর্মূল্যায়ন রিজার্ভ থেকে দেওয়া হয়নি, কোম্পানিটির ধরে রাখা আয় থেকে দেওয়া হয়েছে। এর অর্থ হলো, ঘোষিত ডিভিডেন্ড কোম্পানিটির চলমান পরিচালন মুনাফা থেকে দেওয়া হয়নি। ধরে রাখা আগের মুনাফা থেকে দেয়া হয়েছে। যা সাধারণত আমাদের দেশের কোম্পানিগুলো দেয় না। তবে বিশ্ববাজারের কোম্পানিগুলো আগের বছরের মুনাফা বেশি জমে গেলে অর্থাৎ রিজার্ভ অতিরিক্ত বেড়ে গেলে শেয়ারহোল্ডারদের নিয়মিত ডিভিডেন্ডের সঙ্গে অতিরিক্ত ডিভিডেন্ড হিসাবে বিতরণ করে দেয়।

তবে হিমাদ্রি বিশ্ববাজারের কোম্পানিগুলোর মধ্যে এমনটা করেছে, তা কিন্তু মোটেও নয়। কোম্পানিটির শেয়ার দাম আকাশচুম্ব করে তুলেছে, এখন সেই শেয়ার বিনিয়োগকারীদের কাঁধে গছানোর জন্যই রেকর্ড ডিভিডেন্ড দিয়েছে।

অন্যদিকে, রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করাতে কোম্পানিটির বাজার মূল্য যেমন বেড়ে যাবে, তেমনি মূলধনও বেড়ে যাবে। এতে কোম্পানিটির পক্ষে ব্যাংক ঋণ বা অন্য যেকোনো আর্থিক সুবিধা নিতে সুবিধা হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড অনুযায়ী, প্রতিটি শেয়ারহোল্ডার কোম্পানির বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে সাতটি নতুন শেয়ার পাবেন। এছাড়াও, কোম্পানির পরিশোধিত মূলধন তার বিদ্যমান ৭৫লাখ টাকার সাত গুণ হবে।

তবে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদ এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

হিমাদ্রির শেয়ার বর্তমানে শেয়ারবাজারে সবচেয়ে দামি। ডিভিডেন্ড ঘোষণার পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ৫ হাজার ৭২০ টাকায় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। সবশেষে ক্লোজিং হয়েছে ৮ হাজার ৪৫০ টাকায়। এটিও শেয়ারবাজারের জন্য অনেক ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত। এভাবে সাড়ে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কোনো শেয়ার একদিনের মধ্যে কেনাবেচা হয়েছে, বাংলাদেশের শেয়ারবাজারে এমন তথ্য খুঁজে পাওয়া যায় না।

হিমাদ্রি লিমিটেড কৃষি-ভিত্তিক পণ্য, প্রধানত আলুর জন্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রদান করে। বর্তমানে এর রংপুর, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে ছয়টি আলু হিমাগার রয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে হিমাদ্রি লিমিটেড ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) বাজার থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়। ওটিসি বাজারে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২০১৪ সালের 8 মার্চ। আর এখন এসএমই মার্কেটে এটি সোনার হরিণ।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে