ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

৩৫০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে রেনেটা

২০২৩ অক্টোবর ২২ ০৬:৫৩:৩৭
৩৫০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে রেনেটা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেড ৩৫০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ও ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

অগ্রাধিকার শেয়ার ও বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৮৫০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি।

শনিবার (২১ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ৩৫০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে। পাশাপাশি ৫০০ কোটি টাকা জিরো কুপন বন্ডটি বিএসইসির অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রেনাটা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৩ কোটি ৯০ লাখ টাকা। যা আগের অর্থবছরে ছিল ৫১১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা।

কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৯ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

এদিকে, শনিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ৯৪৪ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৮৩৭ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০১ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১২৪ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ টাকা ৮৬ পয়সা।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে