ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

২০২৩ অক্টোবর ২১ ১৫:১০:৪২
সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫-১৯ অক্টোবর) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হলেও বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। সপ্তাহশেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকায়।

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বা ০ দশমিক ৬৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বা ২৪ দশমিক ২১ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১.১০ পয়েন্ট কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, দাম কমেছে ৫৪টি কোম্পানির। এই সময়ে ২২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে