ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লাফিয়ে লাফিয়ে বাড়ছে কারসাজির শেয়ার

২০২৩ অক্টোবর ১৪ ২১:১৮:৩৮
লাফিয়ে লাফিয়ে বাড়ছে কারসাজির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০২৩ অর্থবছরের জন্য সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড। কিন্তু সর্বনিম্ন রেকর্ড ডিভিডেন্ড ঘোষণার পরও কোম্পানিটির শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির কারণেই কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশবন্ধ পলিমার সবচেয়ে কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে গত ৬ বছর কোম্পানিটি ৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তালিকাভুক্তির বছরে অর্থাৎ ২০১১ সালে ১৫ শতাংশ বোনাস, ২০১৪ ও ২০১৭ সালে ১০ শতাংশ করে বোনাস এবং বাকি দুই বছরে ৫ শতাংশ হারে বোনাস ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। এবছর কোম্পানিটির ডিভিডেন্ড গত ৬ বছরের মধ্যে অর্ধেকে নেমেছে।

কিন্তু ডিভিডেন্ড অর্ধেকে নামলেও শেয়ারের দাম আকাশে উড়ছে। ডিভিডেন্ড ঘোষণার দিন থেকেই শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬০ শতংশের বেশি। ডিভিডেন্ড ঘোষণার আগেরদিন শেয়ারটির ক্লোজিং দাম ছিল ২২ টাকা ৯০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার দাম উঠেছে ৩৯ টাকা ৮০ পয়সায়। যা ছিল গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দাম। তবে দিনশেষে ক্লোজিং দাম হয়েছে ৩৬ টাকা ৪০ পয়সায়।

কোম্পানিটির শেয়ারের এমন দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম যেভাবে বেড়েছে, তাতে খালি চোখেই বোঝা যায় এই দাম বাড়ার পেছনে কোনো বিশেষ চক্র রয়েছে। বিশেষ চক্রের ভূমিকা ছাড়া এভাবে কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে না।

গত ৩ অক্টোবর ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরের ডিভিডেন্ডের তথ্য প্রকাশ করে দেশবন্ধু পলিমার। ডিভিডেন্ড ঘোষণা আসার পর ওই দিনই প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ২০ পয়সা বা ১৮.৩৪ শতাংশ বেড়ে যায়। এরপর গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবসেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে।

এই দাম বাড়ার ধারা অব্যাহত ছিল গত সপ্তাহজুড়েও। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে কোম্পানিটির শেয়ার।

গত সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২২.১৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৯ টাকা ৮০ পয়সা।

গত সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে ৩২.৪৪ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৬১.৭৮ শতাংশ।

শেয়ারের দাম বাড়ার পাশাপাশি প্রতিদিন মোটা অঙ্কের লেনদেন হয়েছে কোম্পানিাটির শেয়ার। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা।

দেশবন্ধু পলিমারের পরিশোধিত মূলধন রয়েছে ৬১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ১৫০টি। এর মধ্যে ৩৩.৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫৪.৮২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১১.৬৪ শতাংশ শেয়ার।

শেয়ারনিউজ, ১৪ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে