ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগকারীদের সক্রিয়তায় গতি ফিরছে শেয়ারবাজারে

২০২৩ অক্টোবর ১১ ১৫:০৯:০১
বিনিয়োগকারীদের সক্রিয়তায় গতি ফিরছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : ভিসানীতি ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ আতঙ্কে সপ্তাহের প্রথম দুই কর্মদিবস শেয়ারবাজারে বড় পতন হয়েছে। ওই দুই দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩২ পয়েন্টের বেশি।

এরপর বিনিয়োগকারীরা ভিসানীতি ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের আতঙ্ক ছাপিয়ে মঙ্গলবার বাজারে ফিরতে শুরু করেছে। ফলে দুই দিন পতনের পর বাজার উত্থানে ফিরে। মঙ্গলবার ডিএসইর সূচক বাড়ে পৌনে ১৭ পয়েন্টের বেশি।

আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১১ অক্টোবর) উত্থান প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন বাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ার গতি ফিরছে শেয়ারবাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনভর বিমার শেয়ারে ছিল সেল প্রেসার। যে কারণে বিমার শেয়ারে বড় পতন দেখা যায়। বিমার শেয়ার যদি আজ খাদ্য, বিবিধ ও তথ্যপ্রযুক্তি খাতের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতো, তাহলে শেয়ারবাজারে আজ বড় উত্থান দেখা যেতো।

বুধবারের বাজার পরিস্থিতি:

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৬.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৭.১১ পয়েন্টে এবং দুই হাজার ১৪১.৩৯ পয়েন্টে।

ডিএসইতে ২৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির বা ২৮.১১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬৪টির বা ২২.৭৭ শতাংশের এবং ১৩৮টির বা ৪৯.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৪০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ২৭.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৭.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.৯২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.২৮ পয়েন্ট এবং সিএসআই ১.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬৯.৯১ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪.৬৫ পয়েন্টে, একহাজার ৩০৮.৭৭ পয়েন্টে এবং একহাজার ১৬৪.৮৬ পয়েন্টে।

আজ সিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৮ কোটি ০৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে