ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্যাপিটেক গ্রামীণ ফান্ডের আবেদন পড়েছে অর্ধেক

২০২৩ অক্টোবর ১০ ১৮:২৬:০৩
ক্যাপিটেক গ্রামীণ ফান্ডের আবেদন পড়েছে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক : ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০০ কোটি টাকার বিপরীতে ৫৫ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পড়েছে। একটি ইউনিটের বিপরীতে ০. ৫৬ শতাংশ আবেদন জমা পড়েছে।

সোমবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং হল রুমে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ফান্ডটির ইউনিট বরাদ্দ দেওয়া হয়।

ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড কামরুজ্জামান বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

ইউনিট বরাদ্দের সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান।

এছাড়া, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এম. মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিনিয়র অফিসার তানিয়া বেগম, সিডিবিএল’র জেনারেল ম্যানেজার রকিবুল ইসলামসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে