ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে ফের ফ্লোরমুখি মিছিল

২০২৩ অক্টোবর ০৯ ১৭:৩১:৫৫
শেয়ারবাজারে ফের ফ্লোরমুখি মিছিল

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক মাসে যেসব কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ছাড়িয়ে গিয়েছিল, টানা দরপতনের কারণে সেগুলো আবার ফ্লোরে ফিরে আসছে। এতে করে ক্রমেই শেয়ারবাজারে বেড়ে চলেছে ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানির শেয়ারের সংখ্যা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৯ মাসেরও বেশি সময় ফ্লোর প্রাইস ২৫ টাকা ২০ পয়সায় আটকে থাকা রূপালী ব্যাংক গত জুলাইয়ের প্রথম সপ্তাহে হঠাৎ ফ্লোর ছেড়ে বেরিয়ে আসে। ২৬ জুলাই দর দাঁড়ায় ৩৬ টাকা ৪০ পয়সায়। সেই কোম্পানির শেয়ারদর হারিয়ে ফ্লোরের কাছাকাছি নেমে এসেছে। সোমবার ১০ পয়সা বাড়লেও দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সায়, যা তার ফ্লোর প্রাইসের চেয়ে কেবল ৩০ পয়সা বেশি।

সাধারণ বিমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গত ৫ সেপ্টেম্বর তার ফ্লো প্রাইস ৪৩ টাকা ৩০ পয়সা ছাড়ায়। দর দ্রুতই ৫৮ টাকা ছাড়িয়ে যায়। এখন উল্টো দৌড়ে দর স্থির হয়েছে ৪৩ টাকা ৯০ পয়সায়। আর ৬০ পয়সা কমলেই সেটি ফ্লোর ছুঁয়ে ফেলবে।

কেবল এই দুটি কোম্পানি নয়, আরও অনেক কোম্পানিই ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। মৌলভিত্তি দুর্বল থাকলেও লাফাতে লাফাতে দাম বাড়তে থাকা কোম্পানিগুলোর শেয়ারের দর আরও দ্রুত কমছে।

অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরুতে ২৮ টাকা ৮০ পয়সা থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে ৬১ টাকা ছাড়িয়ে যাওয়া মিরাকল ইন্ডাস্ট্রিজের পতনও হচ্ছে দ্রুত। এক মাসেরও কম সময়ে শেয়ারটির দর নেমে এসেছে ৩৭ টাকা ৪০ পয়সায়।

একইভাবে জুনের শুরুতে ১০ টাকার নিচে লেনদেন হওয়া লোকসানি খুলনা পেপার মিলসের দর জুলাইয়ের তৃতীয় সপ্তাহের শুরুতে ১৬ টাকার কাছাকাছি পৌঁছে যায়। সেটিও এখন নেমে এসেছে ৯ টাকা ৩০ পয়সায়।

অনুরুপভাবে গত ৭ আগস্ট সোনালী পেপারের শেয়ারদর ৬১৫ টাকা টাকা ১০ পয়সা থেকে অনেকদিন ফ্লোর প্রাইসের অনেক ওপরে লেনদেন হয়। গত ৮ অক্টোবর শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। কোম্পানিটির শেয়ার গত এক বছরে চারবার ফ্লোর প্রাইসে দম নিয়ে ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে