ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পুঁজির নিরাপত্তা ঘোষণার পরেরদিনই শেয়ারবাজারে বড় পতন

২০২৩ অক্টোবর ০৮ ১৫:০৪:৫২
পুঁজির নিরাপত্তা ঘোষণার পরেরদিনই শেয়ারবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে বিএসইসি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা বিনিয়োগকারীদের নিশ্চয়তা দিতে চাই যে তারা এখান থেকে লাভবান হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বাংলাদেশের শেয়ারবাজার সেরা জায়গা,’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের এমন ঘোষণার পরের দিন আজ রোববার (০৮ অক্টোবর) শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, তার চেয়ে ১০ গুণের বেশি পরিমাণ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। ‘আগামী সপ্তাহে ব্যবসায়ীসহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেজ্ঞায় দিচ্ছে যুক্তরাষ্ট্র’-এমন খবরে আজ শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা বলছেন।

এদিন লেনদেনের শুরুতে কিছুটা স্বস্তি দেখা গেলেও সময় যতই গড়াচ্ছিল, পতনের পাল্লা ততই ভারি হচ্ছিল। পতনের ধাক্কায় আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে বড় বিনিয়োগকারীরাও সেল প্রেসারে এগিয়েছিলেন। যে কারণে বাজার ক্রমাগতই নেমেছে। মাঝখানে দু-একবার ওপরে ওঠার সামান্য চেষ্টা করলেও বিক্রির চাপে দাঁড়াতেই পারেনি। শেষ বেলায় পতনের পাল্লা আরও ভারি ছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৭.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫১.২৫ পয়েন্টে এবং দুই হাজার ১৩০.৭১ পয়েন্টে।

ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির বা ৪.৭১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৩৪টির বা ৪৫.১২ শতাংশের এবং ১৪৯টির বা ৫০.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৫৪.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৭.৬৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩২.৭৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪.৬৭ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৬.৪১ পয়েন্টে, ১৩ হাজার ৩৩০.৪০ পয়েন্টে, একহাজার ৩০৪.৮৫ পয়েন্টে এবং একহাজার ১৬২.৫০ পয়েন্টে।

আজ সিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৬ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে