ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০৮ ১৪:৫৭:০০
রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর বেড়েছে ৬.৮৪ শতাংশ। আর ১.৩৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি, এ্যাপেক্স ট্যানারি, বাটা সু, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল রিসোর্ট, প্রগতি লাইফ ইন্সুরেন্স, যমুনা অয়েল এবং ইস্টার্ন কেবলস লিমিটেড।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে