ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিমার শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

২০২৩ অক্টোবর ০৭ ২১:০৬:০৯
বিমার শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের (০১-০৫ অক্টোবর) প্রথম দুই কর্মদিবসে বিমার শেয়ারে কিছুটা মিশ্র প্রবণতা দেখা গেলেও শেষের তিন কর্মদিবসে বেশ পতন লক্ষ্য করা গেছে। যার ফলে সপ্তাহশেষে বিমার শেয়ারের বিনিয়োগকারীরা অন্তত ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ লোকসানে পড়েছেন।

বিনিয়োগকারীরা বলছেন, আগের সপ্তাহের (২৪-২৮ সেপ্টেম্বর) শেষদিকে বিমার শেয়ারে সংশোধন প্র্রক্রিয়া শুরু হয়। বিদায়ী সপ্তাহের শুরুতে খাতটিতে মিশ্র প্রবণতা দেখা যায়। তারা আশা করেছিলেন, সপ্তাহের শেষদিকে বিমার শেয়ার ঘুরে দাঁড়াবে। কিন্তু বাজার মন্দার টার্ন নেওয়ায় বিমার শেয়ারও মন্দার দিকে ধাবিত হয়েছে। ফলে বিমার শেয়ারে তারা ভালো লোকসানে পড়েছেন। এখন বিমার শেয়ার নিয়ে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।

আবুল হাশেম নামে এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, সোমবার তিনি ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ার কিনেছেন ১২৩ টাকায়। বৃহস্পতিবার শেয়ারটির দর ১০৩ টাকা ৮০ পয়সায় নেমে আসে। তিন দিনের ব্যবধানে তিনি শেয়ারটিতে লোকসান গুণছেন ১৯ টাকা ২০ পয়সা বা ১৫.৬০ শতাংশ।

মনসুর আলম নামের আরেক বিনিয়োগকারী বলেন, সোমবার তিনি এক্সপ্রেস ইন্সুরেন্সের শেয়ার কিনেছেন ৩৪ টাকায়। বৃহস্পতিবার তা নেমে এসেছে ৩১ টাকা ৪০ পয়সায়। তিন দিনের মাথায় তিনি এক্সপ্রেস ইন্সুরেন্সের প্রতি শেয়ারে ২ টাকা ৬০ পয়সা বা সাড়ে ৮.৬৪ শতাংশ লোকসান গুণছেন।

বাজার পর্যায়লোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহশেষে বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ১২টির শেয়ারদর কিছুটা বেড়েছে। কোম্পানিগুলো হলো-রিপাবলিক, বিএনআইসিএল, বিজিআইসি, চার্টার্ড লাইফ, ইসলামী কমার্শিয়াল, সেন্ট্রাল, পূরবী, সেনা কল্যাণ, রিলায়েন্স, সিটি, দেশ জেনারেল ও ঢাকা ইন্সুরেন্স।

অবশিষ্ট ৪৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এরমধ্যে বেশি কমেছে ক্রিস্টাল, প্যারামাউন্ট, প্রগতি লাইফ, এক্সপ্রেস, ইউনাইটেড, কন্টিনেন্টাল ও এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত দুই সপ্তাহ যাবত বিমার শেয়ারে মন্দাবস্থা চলছে। এখাতের শেয়ারে সংশোধন যা হওয়ার হয়ে গেছে। সংশোধনের আর জায়গা নেই। এবার খাতটির শেয়ার সামনে যাওয়ার কথা। চলতি সপ্তাহের শুরুতেই হয়তো বিমার শেয়ারে চাঙ্গাভাব দেখা যেতে পারে।

তাঁরা বলছেন, বিমার শেয়ারে বড় বিনিয়োগকারীরা এখনো বড় আকারে আটকে রয়েছেন। খাতটির শেয়ার থেকে তাদের বের হতে হলে এখাতের শেয়ারদর আরও বাড়াতে হবে।

শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে