ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০৬ ১১:৫৩:০৪
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে সোনালী পেপার মিলস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৬৯ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭ লাখ ৯ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৭৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৬৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৫৪ কোটি ৫০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৩ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৫০ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে