ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তুলছে কিছু টাউট বাটপার: তথ্যমন্ত্রী

২০২৩ অক্টোবর ০৫ ১৫:০২:৪৫
শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তুলছে কিছু টাউট বাটপার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটে কিছু টাউট বাটপার আছে যারা বাজারকে অস্থিতিশীল করে তুলছে। তাদের বিরুদ্ধে সকলে একযোগে কাজ করা জরুরী বলে আমি মনে করি। তাহলেই আমাদের পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত "ক্যাপিটাল মার্কেট ফর সাসটেইনেবল ফাইন্যান্স" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম।

তিনি আরও বলেন, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এ দুটো নিয়ে আমাদের আরও কাজ করা দরকার। অর্থনীতি আঁকার যে হারে বড় হয়েছে সে হিসেবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বড় হইনি।

তথ্যমন্ত্রী বলেন, যেভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে, সেভাবে ক্যাপিটাল মার্কেটে স্থিতিশীলতা নাই। সেজন্য আমি মনে করি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট একসাথে কাজ করা উচিত।

মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটে যে সকল ফারিয়ারা আছে তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে পারি তাহলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএ এর সভাপতি মোঃ ছাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে