ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কারসাজি করতেই মুনাফা বাড়িয়ে নামমাত্র ডিভিডেন্ড!

২০২৩ অক্টোবর ০৫ ০৯:৪৬:০৫
কারসাজি করতেই মুনাফা বাড়িয়ে নামমাত্র ডিভিডেন্ড!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের শেয়ার নিয়ে কারসাজি চলছে। কারসাজিকারীদের নিরাপদে সটকে পড়তে কোম্পানিটি নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে বলে অভিযোগ উঠেছে। শেয়ারটির কারসাজির সঙ্গে শেয়ারবাজারে কারসাজির ‘কিং’ খ্যাত এক আমলা বিনিয়োগকারী জড়িত। তার সঙ্গে কোম্পানির কর্মকর্তারাও জড়িত বলে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিভিডেন্ড ঘোষণার অনেক আগে থেকেই শেয়ারটি নিয়ে কারসাজি চলছে। কারসাজি করে যাতে চড়া দামে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপিয়ে তারা নিরাপদে সটকে পড়তে পারে, সেজন্য নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি যে মুনাফা দেখিয়েছে, তাও সঠিক নয়। কারসাজির জন্য মুনাফা ফুলিয়ে-ফাপিয়ে দেখানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ বছরের মধ্যে কোম্পানিটি এবছর সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কম ডিভিডেন্ড ঘোষণার পরও শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। লেনদেনেও দেখা দিয়েছে অস্বাভাবিক গতি। বাজার সংশ্লিষ্টরা শেয়ারটি থেকে নিরাপদ দুরুত্বে থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন। অন্যথায় তাদের বড় ধরনের মাশুল দিতে হবে বলে তাঁরা সতর্ক করেছেন।

গত সোমবার (০২ অক্টোবর) দেশবন্ধু পলিমার (২০২২-২৩ অর্থবছরের জন্য ২.৫০ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণার পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম অস্বাভাবিক উল্লম্ফন ঘটে। এদিন শেয়ারটির দাম ২২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। একদিনে শেয়ারটির দাম বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ১৮.৩৪ শতাংশ।

বুধবার (০৪ অক্টোবর) টানা দ্বিতীয় দিন বৃদ্ধি পায় শেয়ারটির দাম। দিনশেষে শেয়ারটির মূল্য দাঁড়ায় ২৯ টাকা ১০ পয়সায়। এদিন শেয়ারটির মূল্য বৃদ্ধির হার ছিল ৭.৩৮ শতাংশ। দুই দিনে ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা প্রায় ২৭ শতাংশ।

চলতি বছরের মার্চ মাসে শেয়ারটি ১৫ টাকার ঘরে লেনদেন হয়েছে। তারপর থেকেই শেয়ারটিতে কারসাজি চক্র ভর করেছে। ফলে শেয়ারটির দামে ও লেনদেনে দেখা দিয়েছে অস্বাভাবিক আচরণ। অভিযোগ রয়েছে, শেয়ারবাজারের কারসাজির ‘কিং’ খ্যাত এক আমলা বিনিয়োগকারী কোম্পানির কর্মকর্তাদের যোগসাজসে শেয়ারটি নিয়ে কারসাজিতে লিপ্ত রয়েছে। শেয়ারটি নিয়ে কারসাজি করতে কোম্পানিটির মুনাফাও বাড়িয়ে দেখানো হয়েছে। যাতে নামেমাত্র হলেও ডিভিডেন্ড ঘোষণা করা যায়। বিষয়টি নিয়ে তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে বলে বাজার সংশ্লিষ্টরা দাবি করেছেন।

গত ৬ বছর যাবত দেশবন্ধু পলিমার ৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবার ডিভিডেন্ড দিয়েছে ২.৫০ শতাংশ। যা আগের বছরগুলোর তুলনায় অর্ধেক। তারপরও শেয়ারটি নিয়ে চলছে তেলেসমাতি।

সর্বশেষ শেয়ারদর অনুসারে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত-পিই রেশিও দাঁড়িয়েছে ৪৯.৩২ পয়েন্টে।

শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে