ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

জেমিনি সী ফুডের নাম পরিবর্তনে সম্মতি

২০২৩ অক্টোবর ০২ ২১:১৭:২৯
জেমিনি সী ফুডের নাম পরিবর্তনে সম্মতি

জেমিনি সী ফুডের নাম পরিবর্তনে সম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানিটির নাম ‘জেমিনি সী ফুড লিমিটেড’ এর পরিবর্তে ‘জেমিনি সী ফুড পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল মঙ্গলবার (০৩ অক্টোবর) থেকে কোম্পানির পরিবর্তিত নাম কার্যকর হবে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ১৬ পয়সা।

সর্বশেষ ৩০ জুন ২০২২ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ও ৩০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।

সর্বশেষ শেয়ার দামের ভিত্তিতে কোম্পানিটির শেয়াররের মূল্য আয় অনুপাত-পিই রেশিও দাঁড়িয়েছে ৩৮.৯১ পয়েন্টে।

কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৬ কোটি ১০ লাখ ৫২ হাজার টাকা। মোট শেয়ার রয়েছে ৬১ লাখ ৫ হাজার ২০৬টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০১ শতাংশ, প্রাতিষ্ঠানকি বিনিয়োগকারীদের কাছে ১০.৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯.৩৮ শতাংশ শেয়ার।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে