ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিমায় ভর করে চলছে শেয়ারবাজার

২০২৩ অক্টোবর ০২ ১৬:০৬:৪৮
বিমায় ভর করে চলছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: গেলো কিছুদিন ধরেই দেশের শেয়ারবাজার বিমা খাতের উপর ভর করে চলছে। বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বাড়লে সূচক পজেটিভ থাকে। আবার বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমলে সূচক নেগেটিভ থাকে। গতকাল রোববার (০১ অক্টোবর) বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ারদর কমার কারণে শেয়ারবাজারে বড় পতন ঘটে। আবার আজ সোমবার (০২ অক্টোবর) বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ারদর বৃদ্ধির কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।

জানা গেছে, বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে আজ লেনদেনে অংশ নিয়েছে ৫৪টি। এরমধ্যে আজ শেয়ারদর বেড়েছে ৪৭টি বা ৮৭.০৩ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর কমেছে মাত্র একটি বা ১.৮৫ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৬টি বা ১১.১১ শতাংশ কোম্পানির।

আজ বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৩৭.৮৫ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৮৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে বিমা খাতেরই ৪৭টি। যা ডিএসইর মোট শেয়ারদর বৃদ্ধি পাওয়া কোম্পানির ৫৪.০২ শতাংশ।

আজ ডিএসইর শেয়ারদর বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে বিমা খাতেরই ছয়টি। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়াও, লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যেও চারটি বিমা খাতের । এই চার কোম্পানির মধ্যে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে