ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সাভার রিফ্র্যাক্টরিজ ডিলিস্টিং: ৫৬ শতাংশ কমে শেয়ার কেনার প্রস্তাব

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১১:৪২:৩০
সাভার রিফ্র্যাক্টরিজ ডিলিস্টিং: ৫৬ শতাংশ কমে শেয়ার কেনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) হতে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড বর্তমান মূল্য থেকে ৫৬ শতাংশ কম দামে শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের। এই বিষয়ে কোম্পানিটি সম্প্রতি একটি প্রস্তাব স্টক এক্সচেঞ্জে দাখিল করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানিটির মালিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ডিএসইর তথ্যমতে, বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সাভার রিফ্র্যাক্টরিজের মোট ৬ লাখ ৮৬ হাজার শেয়ার রয়েছে। ডিলিস্টিং পরিকল্পনা অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিনিয়োগকারীদের কাছে থাকা ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবেন। আর তার স্ত্রী কোম্পানির চেয়ারপারসন লুৎফুল তাহমিনা খান, তার ছেলে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাফি মুদ্দাসের খান এবং তার মেয়ে কোম্পানির পরিচালক শাফিয়া তাসনিম খান প্রত্যেকে ২০ শতাংশ করে শেয়ার অধিগ্রহণ করবেন।

সাভার রিফ্র্যাক্টরিজ সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯৫ টাকা ৫২ পয়সায় শেয়ার অধিগ্রহণের প্রস্তাব করেছে। যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের বর্তমান বাজার মূল্য ২১৫ টাকা।

ডিএসই পাবলিক প্রস্তাবের ঘোষণা অনুসারে, পুনর্মূল্যায়ন সমন্বয়ের পর নিট সম্পদ মূল্যের ভিত্তিতে অফারের মূল্য নির্ধারণ করা হয়েছিল। অফার মূল্য অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ৬ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানি ইতোমধ্যেই এই পরিমাণের অর্ধেক ডিএসইর অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং বাকি অর্ধেক পরে জমা দেবে।

প্রস্তাবিত মূল্যে সাধারণ শেয়ারহোল্ডাদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন পাওয়ার পরে, ডিএসই তাদের মধ্যে মোট জমাকৃত অর্থ বিতরণ করবে।

১৯৯৮ সালে সাভার রিফ্র্যাক্টরিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার ৮০০টি।

মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৩২ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি অংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে।

জানা গেছে, ১১ বছর ধরে ব্যবসায়ে বড় লোকসানে থাকার কারণে গত বছরের অক্টোবরে সাভার রিফ্র্যাক্টরিজ শেয়ারবাজার থেকে ডিলিস্টিং চেয়েছিল। এই লোকসানের কারণে কোম্পানিটি এই পর্যন্ত কেনো ডিভিডেন্ড দেয়নি।

বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসান পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের মার্চ শেষে এর আয় ৩ কোটি ২১ লাখ টাকা ঋণাত্মক ছিল এবং গত মে থেকে শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।

এর আগে বেক্সিমকো সিনথেটিক্সের উদ্যোক্তা-পরিচালকরা নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিলেন এবং প্রত্যেকটি ১০ টাকা অভিহিত মূল্যে সাভার রিফ্র্যাক্টরিজের পাবলিক শেয়ার কেনার অনুমোদনও পেয়েছিলেন।

শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে