ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি

২০২৩ সেপ্টেম্বর ০৮ ২২:০২:৪৮
প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি

শেয়ারনিউজ ডেস্ক :নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোদি।

আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ভিডিও শেয়ার করেছে এক্সে-(টুইটার)।

ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন মোদি।

এরপর সেখানে গাড়িতে করে আসেন শেখ হাসিনা। গাড়ি থেকে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান উভয় নেতা। এই সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছিল।

ভিডিওটির শেষে দেখা যায়, মোদির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন। আলোচনার সময়ও তাদের প্রাণচঞ্চল দেখা যায়।

এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বৈঠকের কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে