ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

রেকর্ড ডিভিডেন্ডেও নড়ছড় নেই শেয়ারের!

২০২৩ আগস্ট ২৯ ১৮:২০:৪৬
রেকর্ড ডিভিডেন্ডেও নড়ছড় নেই শেয়ারের!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ওপর ৫১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা ২০১২ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর রেকর্ড সর্বোচ্চ।

কিন্তু রেকর্ড ডিভিডেন্ডের খবরেও কোম্পানিটির শেয়ারে কোনো নড়ছড় নেই। আগের মতোই এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ২১৮ টাকা ৯০ পয়সায় অবচেতন অবস্থায় আছে। আজও লেনদেনও হয়েছে নামমাত্র, মাত্র ৭১৩টি। গত এক বছর যাবত কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। লেনদেনও হচ্ছেতলানি ছুঁয়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫ টাকা ১৯ পয়সা হিসেবে ২৫০ কোটি ৪৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।

নীট মুনাফা থেকে ৫১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা ১০ পয়সা করে মোট ৮৪ কোটি ১০ লাখ টাকা বা ৩৪ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। বাকি ১৬৬ কোটি ৩৯ লাখ টাকা বা ৬৬ শতাংশ কোম্পানিটির রিজার্ভে যোগ হবে।

এর আগের অর্থবছর (২০২১-২২) কোম্পানিটির পর্ষদ ১৫ টাকা ১৬ পয়সা ইপিএসের বিপরীতে ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩০ শতাংশ।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে