ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মদ্যপ অবস্থায় পুলিশকে পেটালেন নারী

২০২৩ আগস্ট ২৮ ১৩:৩৯:৪৫
মদ্যপ অবস্থায় পুলিশকে পেটালেন নারী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে এক মাতাল মহিলার ঘটনায় তোলপাড় দেশটির সোশ্যাল মিডিয়া। রোববার (২৭ আগস্ট) রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ওই নারীর হাতাহাতি হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন এবং তার গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় পুলিশ তার কাছে আসলে তাকে যেন গ্রেপ্তার করা না হয় এতে তিনি বাধা দেন এবং তাদের সঙ্গে ঝগড়া করেন। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং অকথ্য ভাষায় গালাগালি করছেন। সেইসসয় ওই নারীকে পুরুষ পুলিশ কর্মকর্তাদের ওপর আক্রমণ ও মারতে দেখা যায়। পরবর্তী সময় সেখানে আরও নারী পুলিশকে ডাকা হয়। তাদেরসঙ্গেও খারাপ ব্যবহার করেছেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী পুলিশ সদস্যদের ধাক্কা দিচ্ছেন এবং তাকে যেন স্পর্শ করা না হয় সেই হুমকি দেন। তবে শেষমেশ নারী পুলিশ তাকে পুলিশের ভ্যানে তুলতে সক্ষম হয়। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা দায়ের কথা হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে