ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

২০২৩ আগস্ট ২৭ ১৮:৩৫:০৮
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৭ আগস্ট) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২১টির দর বেড়েছে, ৩২টির দর কমেছে এবং ১৮০টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইকাম ফান্ড এবং রহিমা ফুড লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ রহিমা ফুডের শেয়ারদর বেড়েছে ১০ পয়সা বা ০.০৪ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩৭ টাকা ৭০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৩৭ টাকা ৮০ পয়সায়।

অন্যদিকে, আজ ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটদর বেড়েছে ১০ পয়সা বা ২ শতাংশ। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে প্রতিষ্ঠানটির ইউনিটের দর ১০ পয়সা বাড়লেও দিন শেষে আবারও ফ্লোর প্রাইসে ৫ টাকায় ফিরে এসেছে।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে