ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

১০ টাকার শেয়ারে সাড়ে ১১ টাকা লোকসান!

২০২৩ আগস্ট ২৭ ১৬:০৩:২০
১০ টাকার শেয়ারে সাড়ে ১১ টাকা লোকসান!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্টের অভিহিত মূল্য ১০ টাকা। বিপরীতে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৬৬ পয়সা। তারপরও শেয়ারটির দর অস্বাভাবিক হারে বেড়েছে।

শেয়ারটি অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য সতর্কবার্তা জারি করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লোকসানি আরামিট সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানিটি পক্ষ জানিয়েছে , কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শেয়ার দর ছিল ২২ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ৬ কর্মদিবসে লোকসানি কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৩১ শতাংশ।

১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট ২০১৬ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর ২০২১ সাল পর্যন্ত কোনো ডিভিডেন্ড দেয়নি।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৬ টাকা ৮৮ পয়সা।

সর্বশেষ কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৬৬ পয়সা।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে