ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

‘এ’ ক্যাটাগরির রূপালী লাইফের দর বেড়েছে সর্বোচ্চ

২০২৩ আগস্ট ২৭ ০৬:৪১:৩০
‘এ’ ক্যাটাগরির রূপালী লাইফের দর বেড়েছে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ‘‌এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে এই কোম্পানির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শুরুর ১০৩ টাকা ৫০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ১১৪ টাকা ৭০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার চলতি ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪৫ লাখ ৯০ হাজার টাকা কমেছে। আগের অর্থবছরের একই সময়ে এই তহবিল ৩৫ লাখ ২০ হাজার টাকা বেড়েছিল।

তবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির জীবন বিমা তহবিল ১৩ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ে বেড়েছিল ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা।

৩০ জুন, ২০২৩ শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকায়। আগের অর্থবছরের একই সময় শেষে এর আকার ছিল ৫৩০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বিমা তহবিল কমেছে ২৩ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৭ আগস্ট।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২০ অর্থবছরের জন্য মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস। ২০১৯ অর্থবছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে