ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

২০২৩ আগস্ট ২৪ ১৯:৪৯:১৫
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ০৪ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ৭১টির দর কমেছে এবং ১৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ সামিট অ্যালায়েন্সের শেয়ারদর বেড়েছিল ২০ পয়সা বা ০.৭৩ শতাংশ। তবে দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ক্লোজিং হয়েছে ২৭ টাকা ২০ পয়সায়।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছিল ২০ পয়সা বা ১.৪৩ শতাংশ। তবে দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ক্লোজিং হয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়।

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে