ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতের চন্দ্রযান মিশনে ১৮ বাঙালি, কার কোথায় পড়াশোনা?

২০২৩ আগস্ট ২৪ ১৮:১৪:১৮
ভারতের চন্দ্রযান মিশনে ১৮ বাঙালি, কার কোথায় পড়াশোনা?

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরু জয় করে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩। এর আগে চন্দ্রজয়ের ব্যর্থতা সত্ত্বেও ভারতের ৪০ দিনের এবারের অভিযান সফল। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম গতকাল বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। আর এর মাধ্যমেই প্রথমবার চাঁদে মহাকাশযান অবতরণ করা দেশের তালিকায় যোগ দিল ভারত।

বিষয়টি ভারতীয়দের পাশাপাশি বাঙালিদের জন্যও বিরল গর্বের। বাংলার ছেলে মেয়েরাও রয়েছেন এই চন্দ্রযান মিশনে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই মিশনে ইসরোর সহযোগীর ভূমিকায় ছিল। সেই তালিকায় অন্যতম নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।

অমিতাভ গুপ্ত, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সায়ন চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ল্যান্ডিং প্রকল্পের নেতৃত্ব দেন। আরও কয়েকজন গবেষকও ছিলেন। আসুন জেনে নেওয়া যাক কোন ১৮ জন বাঙালি বিজ্ঞানী-গবেষক এই মিশনে জড়িত ছিলেন এবং তারা কোথায় পড়াশোনা করেছেন।

১. মৌমিতা সাহা - রাজাবাজার সায়েন্স কলেজ২. জয়ন্ত লাহা - উত্তরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, শিবপুর আইআইইএসটি (ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন), ২০০৯ ব্যাচ৩. মানস সরকার - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন৪. অনুজ নন্দী - রায়গঞ্জ কলেজ৫. নীলাদ্রি মৈত্র - মছলন্দপুর নাকপুল স্বামীজী সেবা সংঘ৬. বিজয় কুমার দাই - গ্রাম বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়৭. সায়ন চ্যাটার্জি - যাদবপুর বিশ্ববিদ্যালয়৮. অমিতাভ গুপ্ত - যাদবপুর বিশ্ববিদ্যালয়৯. অভিজিৎ রায়১০. অমিত মাঝি - রামকৃষ্ণ মিশন১১. সৌরভ বসু - ডন বসকো স্কুল১২. সমিতেশ সরকার - শিবপুর আইআইইএসটি১৩. দেবজ্যোতি ধর - শিবপুর আইআইইএসটি১৪. কৌশিক নাগ - জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ১৫. আর্য রানা - তমলুক হ্যামিলটন হাইস্কুল, যাদবপুর বিশ্ববিদ্যালয়১৬. তসিকুল ওরা - কে এন কলেজ, বহরমপুর১৭. কৃশানু নন্দী - আরসিসি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, যাদবপুর বিশ্ববিদ্যালয়১৮. তুষারকান্তি দাস - চন্দ্রযানের ডেপুটি প্রকল্প নির্দেশক

সূত্র: আজতক

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে