ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

রাশিয়ায় ওয়াগনার প্রধান পিগ্রোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত

২০২৩ আগস্ট ২৪ ০৭:১৭:২৭
রাশিয়ায় ওয়াগনার প্রধান পিগ্রোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে।

প্রিগোজিন গত জুন মাসে রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেন।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ওয়াগনার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে যে মস্কোর উত্তরে তেভর অঞ্চলে বিমানটিকে গুলি করে নামানো হয়।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছে ওয়াগনার বাহিনী। পূর্ব ইউক্রেনের বাখমুতে লড়াইয়ে বড় ভূমিকাও রাখে এই বাহিনী।

তবে অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ওয়াগনারপ্রধানের প্রকাশ্য বিরোধ তৈরি হয়।

এমনকি ওয়াগনারপ্রধান রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তার দলের যোদ্ধাদের ওপর বিমান হামলারও অভিযোগ করেন।

ওয়াগনারপ্রধান ঘোষণা দেন, তিনি যেকোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। একপর্যায়ে গত জুনের শেষে ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়ে রোস্তভ-অন-দন শহরের সামরিক সদর দপ্তর দখলে নেন।

এরপর তিনি বাহিনী নিয়ে মস্কোর দিকে রওনা হন। রাশিয়ার কয়েকটি শহর ও সামরিক স্থাপনার দখলও নেন। কিন্তু মস্কো থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থানকালে বেলারুশের সঙ্গে তার চুক্তির খবর আসে এবং লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোশিন অভিযান বন্ধে রাজি হন।

এর বিনিময়ে তিনি ও তার যোদ্ধাদের নিরাপদে বেলারুশ চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সব ফৌজদারি অভিযোগও তুলে নেয়ার আশ্বাস দেয় রাশিয়া।

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে