ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

তীব্র ঝড়ের কবলে মক্কা, উড়িয়ে নিল মসজিদের কর্মী-ওমরাহযাত্রীদের

২০২৩ আগস্ট ২৩ ১৭:৪২:২২
তীব্র ঝড়ের কবলে মক্কা, উড়িয়ে নিল মসজিদের কর্মী-ওমরাহযাত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তীব্র বাতাসের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন ওমরাহযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া বেশকিছু ভিডিওতে দেখা যায় অনেক ওমরাহযাত্রী ঝড়ের কবলে পড়ে নিরাপদ স্থানে ছুটছেন। এমনকি বাতাসের কারণে অনেকে প্রায় উড়ে যেতে বসেছিলেন।

বৈরী আবহাওয়ার এমন তাণ্ডবের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কেউ কেউ বাতাসের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়ছেন। এছাড়া বাতাসের ধাক্কায় অনেকের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল উড়ে যায়।

বুধবার (২৩ আগস্ট) সকালের দিকে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) আবহাওয়া সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতি আজও অব্যাহত থাকবে। এজন্য মক্কাসহ বিভিন্ন প্রদেশের কিছু কিছু অংশে রেড সতর্কতা জারি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের কর্মীরা আবর্জনার বিশাল বিশাল পাত্রগুলো যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বাতাসের গতিবেগ এত বেশি যে, ময়লার পাত্র উড়ে যাওয়ার পাশাপাশি মসজিদের কর্মীদেরও ছিটকে যেতে দেখা যায়।

এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত তুমুল বর্ষণ, বজ্রপাত ও তীব্র বাতাস অব্যাহত থাকবে। এ জন্য সেখানকার বাসিন্দা ও ওমরাহযাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে