ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন স্ত্রী থাকার পরও একাকীত্ব ঘুচাতে ১১০ বছরে বৃদ্ধের চতুর্থ বিয়ে

২০২৩ আগস্ট ২৩ ১৭:৩৬:৫৯
তিন স্ত্রী থাকার পরও একাকীত্ব ঘুচাতে ১১০ বছরে বৃদ্ধের চতুর্থ বিয়ে

নিজস্ব প্রতিবেদক : একাকীত্ব ঘুচাতে ১১০ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন আব্দুল হুনান নামের এক বৃদ্ধ। নতুন স্ত্রীর বয়স ৫৫ বছর।

১১০ বছর বয়সে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন ১২ সন্তানের এই পিতা। ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার।

আব্দুল হুনান বড় ছেলের বয়স ৭০ বছর। এছাড়া আরও পাঁচ ছেলে, ছয় মেয়ে এবং ডজনের উপর নাতি-নাতনি রয়েছে তার।

সব মিলিয়ে আব্দুল হুনানের পরিবারের মোট সদস্য সংখ্যা ৮৪ জন।

খবরে বলা হয়, তিনজন স্ত্রী থাকার পরও একা লাগত আব্দুলের। তাই সমাজের চোখরাঙানি উপেক্ষা করে মনের কথা শুনেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার বিয়েতে পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন।

তার নাতি-নাতনীদের মধ্যে একজন সেই বিয়ের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা ভাইরাল হতে দেরি হয়নি।

ভিডিও দেখে গণমাধ্যমকর্মীরা আব্দুলের সঙ্গে যোগাযোগ করেন। চতুর্থ বিয়ের কারণ জানতে চান।

জবাবে বৃদ্ধ আব্দুল তাদের বলেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড় একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকীত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে।

তিনি বলেন, ভালোবাসার তো কোনও বয়স হয় না, বয়স কেবল সংখ্যামাত্র।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে