ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চাঁদের বুকে আছড়ে পড়ল রাশিয়ার মহাকাশযান

২০২৩ আগস্ট ২০ ১৭:১৯:০১
চাঁদের বুকে আছড়ে পড়ল রাশিয়ার মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক : বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম চাঁদে মিশন পাঠিয়েছিল রাশিয়া। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে মহাকাশযান ‘লুনা-২৫’। তবে এতে কোনও মানুষ ছিল না। খবর বিবিসির।

রোববার (২০ আগস্ট) রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস টেলিগ্রামে এক বার্তায় মহাকাশযান লুনা-২৫-এর চাঁদের সঙ্গে সংঘর্ষ হওয়ার বিষয়টি জানিয়েছে।

বলা হয়, ‘প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গেছে, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।’

এর আগে গতকাল শনিবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানটি জানিয়েছিল—চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫-এ একটি জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল।

তবে ঠিক কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে