ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘কারাগারে ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে’

২০২৩ আগস্ট ১৯ ১৪:৩৫:০৫
‘কারাগারে ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান কারাবন্দি ইমরান খানের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। শুধু তাই নয়, কারাগারে ইমরানকে ‘বিষ প্রয়োগ করা হতে পারে’ বলেও আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে ইমরান খানের স্ত্রী এমন উদ্বেগ প্রকাশ করেছেন। খবর জিও নিউজের।

জিও প্রতিবেদন থেকে জানা যায়, চিঠিতে বুশরা বিবি বলেন, ‘আমার স্বামীকে কোনো যৌক্তিক কারণ ছাড়া আটক করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আইন অনুযায়ী, তাকে আদিয়ালা জেলে স্থানান্তর করার কথা।’

২০২২ সালে ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে সরকার থেকে বিদায় নিয়েছেন। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন তিনি। বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি।

সাজাপ্রাপ্ত হওয়ার পর ইমরান খানকে আগামী ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে এবারের আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান।

চিঠিতে ইমরানের স্ত্রী দাবি করেন, পিটিআইপ্রধানের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে তাকে ‘বি’ শ্রেণির সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তিনি একজন অক্সফোর্ড স্নাতক ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে এ ধরনের সুযোগ-সুবিধা আটক কারাগারে নেই।

বুশরা বলেন, ‘কয়েক মাস আগে ইমরানকে দুবার হত্যাচেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। তার জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এমনও আশঙ্কা রয়েছে আমার স্বামীকে অ্যাটক কারাগারে বিষ প্রয়োগ করা হতে পারে।’

এমন আশঙ্কার কথা জানিয়ে কারাবন্দি ইমরানকে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি চেয়েছেন বুশরা। এর আগে গত সপ্তাহে পিটিআিইয়ের কোর কমিটিও ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কার কথা প্রকাশ করে। তারাও তাকে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দেওয়ার দাবি করেছেন।

শেয়ারনিউজ, ১৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে