ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মূল্য সংবেদনশীল তথ্যও কাজে আসছে না

২০২৩ আগস্ট ১৫ ১৪:১৬:১৫
মূল্য সংবেদনশীল তথ্যও কাজে আসছে না

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে চলছে টানা দরপতন। প্রতিদিনই পতনের পাল্লা ভারী হচ্ছে। কোনো কিছুই যেন কাজে আসছে না। এমনকি মূল্য সংবেদনশীল কোনো তথ্যও পতন ঠেকাতে পারছে না। যার ফলে থামাছে না বিনিয়োগকারীদের বিলাপ।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৪ আগস্ট) প্রগতি ইন্সুরেন্স একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে, এর পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কনসোর্টিয়াম বা সমন্বিত জোটের মাধ্যমে ওই ব্যাংকে কোম্পানিটি সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত ব্যাংকটির নাম হবে ‘‌প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’।

ডিজিটাল ব্যাংক স্থাপনের বিনিয়োগের ক্ষেত্রে বিমা খাতের এটি দ্বিতীয় কোম্পানি। এর আগে জীবন বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ব্যাংক স্থাপনে বিমা খাতের কোম্পানিগুলো বিনিয়োগ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটি একদিকে একটি কোম্পানির আর্থিক সক্ষমতা প্রমাণ করে। অন্যদিকে, বহুমুখী ব্যবসার প্রতি কোম্পানিটির আগ্রহ ও উদ্যোগ প্রমাণ করে।

তাঁরা বলছেন, খবরটি অবশ্যই কোম্পানিটির জন্য একটি ভালো মূল্য সংবেদনশীল তথ্য। কিন্তু এই খবরেও কোম্পানিটির শেয়ার দরে পতন থামেনি। সংবেদনশীল তথ্য আসার দিনও শেয়ারটির পতন হয়েছে।

সোমবার প্রগতি ইন্সুরেন্সের সংবেদনশীল তথ্য এসেছে। সেদিনই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ২.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৬৬ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ৬২ টাকায়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৬৫ টাকা ১০ পয়সা। আর সোমবার ক্লোজিং প্রাইস হয়েছে ৬৩ টাকা ৩০ পয়সায়।

উল্লেখ্য, গত ৬ আগস্ট থেকেই কোম্পানিটির শেয়ার পতন প্রবণতায় রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ৬৮ টাকা ১০ পয়সা।

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে