ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিশ্বকাপ নিশ্চিত করে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল টাইগ্রেসরা

২০২৬ জানুয়ারি ৩০ ১৫:১৬:৫৮
বিশ্বকাপ নিশ্চিত করে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দাপট অব্যাহত রেখে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন টাইগ্রেসরা। উল্লেখ্য যে, এই ম্যাচের ফলাফল আসার আগেই বাংলাদেশ দলের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল।

ম্যাচের শুরুতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে চড়ে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারি অনবদ্য ব্যাটিং প্রদর্শন করেন। তাঁদের এই কার্যকরী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা।

১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বল থেকেই চাপে পড়ে যায় স্কটিশ ব্যাটাররা। মারুফা আক্তারের তোপের মুখে পড়ে প্রথম বলেই সাজঘরে ফেরেন ডাসি কাটার, যার পরপরই বিদায় নেন ক্যাথরিন ফ্রেজার ও ক্যাথরিন ব্রাইস। দলীয় ৫০ রান ছোঁয়ার আগেই ইলসা লিস্টার ও সারাহ ব্রাইস প্যাভিলিয়নে ফেরত গেলে স্কটল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

স্কটল্যান্ডের পক্ষে মেগার ম্যাকল ২০, পিন স্প্রুল ২৭ এবং প্রিয়নাজ চ্যাটার্জি ১৪ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১০১ রানেই থমকে যায় তাঁদের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে মারুফা তিনটি এবং স্বর্ণা আক্তার দুটি উইকেট শিকার করেন। ৫৬ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ায় ম্যাচসেরার পুরস্কার জেতেন জ্যোতি।

এই বিজয়ের ফলে দেশের ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে, যা চলতি অর্থবছরে নারী ক্রিকেটের অন্যতম বড় সাফল্য। জাতীয় দলের এই ধারাবাহিক পারফরম্যান্স শেয়ারবাজারে তালিকাভুক্ত স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে এবং দেশের ক্রীড়া অর্থনীতিতে নতুন ক্যাশ প্রবাহের সম্ভাবনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে