ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজারে মানসম্মত কোম্পানি আনতে ডিএসইর নতুন কৌশল

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:৪১:৪৪
শেয়ারবাজারে মানসম্মত কোম্পানি আনতে ডিএসইর নতুন কৌশল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কেবল মূলধন সংগ্রহের উপায় নয়, বরং এটি সুশাসন ও স্বচ্ছতার একটি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি-এমনটাই মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক সেমিনারে বক্তারা জানান, নতুন আইপিও বিধিমালা-২০২৫ বাস্তবায়নের মাধ্যমে বাজারে মানসম্মত কোম্পানির অংশগ্রহণ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে। এই সেমিনারে বিএসইসি, ডিএসই এবং বিভিন্ন অতালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, মূলধন উত্তোলনের জন্য একটি স্বচ্ছ ও দক্ষ প্ল্যাটফর্ম তৈরি করাই তাঁদের প্রধান লক্ষ্য। নতুন বিধিমালার অধীনে কর্পোরেট গভর্ন্যান্সকে তালিকাভুক্তির পূর্বশর্ত করা হয়েছে, যা বাজারের শৃঙ্খলা রক্ষা ও বিনিয়োগকারী সুরক্ষায় ঢাল হিসেবে কাজ করবে। পেশাগত দায়বদ্ধতা জোরদার করায় এখন থেকে শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিএসইসির অতিরিক্ত পরিচালক শেখ মো. লুত্ফুল কবির নতুন পাবলিক অফার রুলসের বিভিন্ন সংস্কার তুলে ধরেন। তিনি জানান, বুক বিল্ডিং ও আন্ডাররাইটিং প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে আইপিও প্রক্রিয়া এখন অনেক বেশি সময়োপযোগী ও বাজারবান্ধব হবে। এর ফলে সম্ভাবনাময় কোম্পানিগুলোর জন্য শেয়ারবাজারে প্রবেশ করা আগের চেয়ে সহজ হবে এবং বাজারের গভীরতা বৃদ্ধি পাবে।

ইউসিবি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে সফল আইপিও প্রক্রিয়ার তিনটি ধাপ—কৌশলগত পরিকল্পনা, প্রস্তুতি এবং সম্পাদন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ডিএসইর প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ থেকে রিয়েল এস্টেট বিনিয়োগ তহবিল (আরইআইটি) এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মতো নতুন বিনিয়োগ পণ্যের মাধ্যমে বাজার সম্প্রসারণের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। ক্ষুদ্র মূলধনী কোম্পানি ও স্টার্টআপদের জন্য কিউআইও (এবং এটিবি প্ল্যাটফর্মের সুবিধাসমূহও আলোচনায় স্থান পায়।

সমাপনী বক্তব্যে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে আইপিও প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযুক্তিগত সিস্টেম প্রস্তুত করা হয়েছে, যা বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত। তিনি মনে করেন, বর্তমান অর্থবছরে এই নীতিমালার সঠিক প্রয়োগ হলে বিনিয়োগের নতুন ক্যাশ প্রবাহ তৈরি হবে। ভবিষ্যতে বাস্তব অভিজ্ঞতার আলোকে নিয়মগুলো আরও পরিমার্জন করে একটি পরিপক্ব ও কার্যকর স্টক মার্কেট গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে