ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজারে পরিবেশবান্ধব বিনিয়োগে বিএসইসি ও ইউএনডিপির চুক্তি

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:৩৮:০৩
শেয়ারবাজারে পরিবেশবান্ধব বিনিয়োগে বিএসইসি ও ইউএনডিপির চুক্তি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক বিনিয়োগ উৎসাহিত করতে ‘থিম্যাটিক বন্ড’ বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। টেকসই অর্থায়নের একটি মজবুত কাঠামো তৈরির লক্ষ্যে বুধবার সংস্থা দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিএসইসি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের অধীনে ইউএনডিপি বাংলাদেশ মূলত টেকসই অর্থায়ন ও বিনিয়োগের শ্রেণিবিভাগ বা ট্যাক্সোনোমি প্রবর্তনে কারিগরি সহায়তা দেবে। এছাড়াও যারা এই বন্ড ইস্যু করবেন, তাদের ইস্যুর আগে ও পরে প্রয়োজনীয় কারিগরি সাপোর্ট, সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণ এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর সফল অভিজ্ঞতা বিনিময়ে কাজ করবে বিশ্ব সংস্থাটি। এই উদ্যোগের ফলে অর্থবছরের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা অর্জনে বন্ড মার্কেট আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।

থিম্যাটিক বন্ডের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে কঠোর মনিটরিং এবং রিপোর্টিং সক্ষমতা বৃদ্ধিতেও ইউএনডিপি সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বন্ডের প্রভাব পরিমাপ ও তৃতীয় পক্ষীয় সত্যায়ন ব্যবস্থার বিকাশ ঘটানো এই অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে গ্রিন, সোশ্যাল, ক্লাইমেট ও এসডিজি বন্ডের মতো বিশেষায়িত বন্ডগুলো বাজারে জনপ্রিয় হবে। থিম্যাটিক বন্ডের বিশেষত্ব হলো, এর মাধ্যমে সংগৃহীত অর্থ সাধারণ বন্ডের মতো যেকোনো খাতে নয়, বরং সৌরবিদ্যুৎ বা স্বাস্থ্যসেবার মতো নির্দিষ্ট থিম বা উদ্দেশ্যেই ব্যয় করতে হয়।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। তিনি একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বাজার কাঠামো গড়তে ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেন। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে শেয়ারবাজারকে সুপ্রতিষ্ঠিত করতে বন্ড মার্কেটের উন্নয়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন। এটি সফল হলে বাজারে অর্থের বৈচিত্র্য আসবে এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উল্লেখ করেন, বাংলাদেশের পণ্য ও সামাজিক খাতে পুঁজি আহরণে থিম্যাটিক বন্ডের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এলডিসি থেকে উত্তরণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পুঁজি টানতে এই বন্ড অনুঘটকের ভূমিকা রাখবে। এই প্রক্রিয়া স্বচ্ছ হলে বাজারে ক্যাশ প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে। অনুষ্ঠানে বিএসইসি ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এই যাত্রার শুভ সূচনা করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে