ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে ১৪ কোম্পানির রেটিং প্রকাশ

২০২৬ জানুয়ারি ০৩ ১৭:০৪:০০
সপ্তাহজুড়ে ১৪ কোম্পানির রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর’২৫-০১ জানুয়ারি’২৬) ক্রেডিট রেটিং প্রকাশ করেছেশেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৪টি কোম্পানি। সংশ্লিষ্ট রেটিং এজেন্সিগুলো কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ব্যাংক দায় এবং প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এসব রেটিং নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-কোম্পানিগুলো হলো-ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস,ওরিয়ন ইনফিউশন,জেএমআই হসাপিটাল, বারাকা পতেঙ্গা পাওয়ার, জাহিন স্পিনিং, এনভয় টেক্সটাইলস,বিডিকম অনলাইন,ফার্মা এইড,শাহজীবাজার পাওয়ার, বারাকা পাওয়ার, সিলভা ফার্মাসিউটিক্যালস,আর্গন ডেনিমস এবং আইটিসি।

Alpha Credit Rating Limited (Alpha Rating) ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (PHOENIXFIN) সার্ভেইলেন্স রেটিং দীর্ঘমেয়াদে “B” এবং স্বল্পমেয়াদে “ST-5” নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক দেওয়া হয়েছে ‘Developing’। এ রেটিং ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

Credit Rating Agency of Bangladesh Limited (CRAB) ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের (ORIONPHARM) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “A1” এবং স্বল্পমেয়াদে “ST-4” নির্ধারণ করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’। রেটিংটি ৩০ জুন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংক দায়সহ অন্যান্য তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।

একই রেটিং এজেন্সি CRAB ওরিয়ন ইনফিউশনের (ORIONINFU) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং “A3” ঘোষণা করেছে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি রেটিং প্রযোজ্য নয় এবং স্বল্পমেয়াদে “ST-4” রেটিং দেওয়া হয়েছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

Alpha Credit Rating PLC. জেএমআই হসাপিটালের (JHRML) সার্ভেইলেন্স রেটিং দীর্ঘমেয়াদে “A+” এবং স্বল্পমেয়াদে “ST-2” নির্ধারণ করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’, যা ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

CRABবারাকা পতেঙ্গা পাওয়ারের (BPPL) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “AA2” এবং স্বল্পমেয়াদে “ST-2” নির্ধারণ করেছে। এ ক্ষেত্রেও আউটলুক ‘Stable’।

WASO Credit Rating Company (BD) Ltd. জাহিন স্পিনিংয়ের (ZAHEENSPIN) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “BB-” এবং স্বল্পমেয়াদে “ST-4” ঘোষণা করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

CRAB এনভয় টেক্সটাইলসের (ENVOYTEX) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “AA1” এবং স্বল্পমেয়াদে “ST-1” নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে কোম্পানিটির আউটলুক দেওয়া হয়েছে ‘Positive’।

Emerging Credit Rating Limited (ECRL) বিডিকম অনলাইনের (BDCOM) সার্ভেইলেন্স রেটিং দীর্ঘমেয়াদে “AA” এবং স্বল্পমেয়াদে “ST-2” পুনর্ব্যক্ত করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

National Credit Ratings Limited (NCR) ফার্মা এইডের (PHARMAID) দীর্ঘমেয়াদি রেটিং “A” এবং স্বল্পমেয়াদি রেটিং “ST-2” নির্ধারণ করেছে। এ ক্ষেত্রেও আউটলুক ‘Stable’।

CRABশাহজীবাজার পাওয়ারের(SPCL) কোম্পানির সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “AA1” এবং স্বল্পমেয়াদে “ST-1” নির্ধারণ করেছে। আউটলুক রাখা হয়েছে ‘Stable’।

একই রেটিং এজেন্সি CRAB বারাকা পাওয়ারের (BARKAPOWER) দীর্ঘমেয়াদি রেটিং “AA3” এবং স্বল্পমেয়াদি রেটিং “ST-2” ঘোষণা করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

CRAB সিলভা ফার্মাসিউটিক্যালসের (SILVAPHL) সার্ভেইলেন্স এন্টিটি রেটিং “BBB1” এবং স্বল্পমেয়াদি রেটিং “ST-1” নির্ধারণ করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

Credit Rating Information and Services PLC (CRISL) আর্গন ডেনিমসের (ARGONDENIM) দীর্ঘমেয়াদি রেটিং “AA-” এবং স্বল্পমেয়াদি রেটিং “ST-3” নির্ধারণ করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’।

সবশেষে CRAB আইটিসির (ITC) এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “AA1” এবং স্বল্পমেয়াদে “ST-2” ঘোষণা করেছে। এ ক্ষেত্রেও আউটলুক ‘Stable’ রাখা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে