ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারহোল্ডার নির্ধারণে ৩ কোম্পানির লেনদেন স্থগিত

২০২৬ জানুয়ারি ০৩ ১৫:৪৮:৪৩
শেয়ারহোল্ডার নির্ধারণে ৩ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০৪ থেকে ০৮ জানুয়ারি ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেট উপলক্ষে এসব কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার থাকবে, তারাই কোম্পানিগুলোর বৈধ শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। একইসঙ্গে রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার কিনবেন, তারাও শেয়ারহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ফলে যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেসব কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

যে তিনটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে, সেগুলো হলো— কাশেম ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৭ জানুয়ারি এই তিনটি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কাশেম ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে একই অর্থবছরের জন্য ম্যাকসন স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে