ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচকের মিশ্র গতিতেও ১৬ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

২০২৬ জানুয়ারি ০৩ ১৫:০২:২৬
সূচকের মিশ্র গতিতেও ১৬ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ০১ জানুয়ারি ২০২৬) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহজুড়ে ডিএসইর তিনটি প্রধান সূচকের মধ্যে একটি সূচক বেড়েছে, অপরদিকে দুটি সূচক কমেছে।

সাপ্তাহিক লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে লেনদেনে অংশগ্রহণকারী বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়লেও সামগ্রিকভাবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে।

তবে বাজারে এই পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীরা ১৬টি খাতে ইতিবাচক রিটার্ন পেয়েছেন। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, এসব খাতে সাপ্তাহিক রিটার্নের ভিত্তিতে শেয়ারের দর বেড়েছে।

যে ১৬টি খাতে সাপ্তাহিক দর বৃদ্ধি পেয়েছে সেগুলো হলো— কাগজ ও প্রকাশনা, কর্পোরেট বন্ড, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, ভ্রমণ ও অবকাশ, জেনারেল ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান, সিরামিকস, পাট, বস্ত্র, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, চামড়া, সেবা ও আবাসন, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত।

খাতভিত্তিক রিটার্ন বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা করেছে কাগজ ও প্রকাশনা খাত। সাপ্তাহিক রিটার্নে এ খাতের দর বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

এর পরের অবস্থানে রয়েছে কর্পোরেট বন্ড খাত। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ২৫ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ রিটার্ন এসেছে লাইফ ইন্স্যুরেন্স খাত থেকে, যেখানে দর বেড়েছে ২ দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে ব্যাংক খাতে সাপ্তাহিক দর বেড়েছে ১ দশমিক ৭৮ শতাংশ। ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ৭৬ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্সে ১ দশমিক ৬২ শতাংশ এবং আর্থিক খাতে ১ দশমিক ৩৯ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

এছাড়া সিরামিকস খাতে ১ দশমিক ৩৬ শতাংশ, পাট খাতে ১ দশমিক ১২ শতাংশ, বস্ত্র খাতে ০ দশমিক ৯৯ শতাংশ, প্রকৌশল খাতে ০ দশমিক ৮৯ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ০ দশমিক ৮৪ শতাংশ সাপ্তাহিক রিটার্ন রেকর্ড হয়েছে।

চামড়া খাতে দর বেড়েছে ০ দশমিক ৫৮ শতাংশ। সেবা ও আবাসন খাতে ০ দশমিক ৩৮ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০ দশমিক ২৪ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০ দশমিক ১৬ শতাংশ সাপ্তাহিক দর বৃদ্ধি পেয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে