ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ভাড়ার আয়ে টিকে থাকার কৌশল খুঁজছে হামি ইন্ডাস্ট্রিজ

২০২৫ আগস্ট ৩১ ২২:২১:২৯
ভাড়ার আয়ে টিকে থাকার কৌশল খুঁজছে হামি ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে টানা লোকসানে রয়েছে। টিকে থাকার কৌশল হিসেবে এবার প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রামের পাহাড়তলীর কারখানার একটি অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন চুক্তির আওতায় জায়গাটি ভাড়া দিয়ে লোকসানের চাপ সাময়িকভাবে কমানোর আশা করছে কোম্পানিটি।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো তথ্য অনুযায়ী, পাহাড়তলীর সাগরিকা সড়কে অবস্থিত ৩৫ হাজার বর্গফুটের কারখানার মধ্যে ২ হাজার ৩৫০ বর্গফুট ব্যবহার করবে সুইফট নেক্সাস কর্পোরেশন। এই চুক্তি আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে, যার মেয়াদ ৮ মাস।

এটাই প্রতিষ্ঠানটির প্রথম ভাড়াদান নয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে একই কারখানার ৬ হাজার ৭২৫ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয় লুব্রিকেন্ট এশিয়া লিমিটেডকে। ওই চুক্তি কার্যকর থাকবে ২ বছর, যার মাধ্যমে মাসে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা ভাড়া পাচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ।

একসময় শিল্প খাতে সুপরিচিত এই কোম্পানিটি মূল ব্যবসা ধরে রাখতে ব্যর্থ হয়ে বছর বছর লোকসানে ডুবেছে। কার্যক্রম সীমিত হয়ে আসার পাশাপাশি গত বছর ব্যবস্থাপনা পরিচালকের আকস্মিক মৃত্যু প্রতিষ্ঠানটিকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এ ছাড়া দীর্ঘ লোকসানের কারণে কোম্পানির রিজার্ভ ঘাটতিও গুরুতর আকার ধারণ করেছে।

মাত্র সাড়ে ৭ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানটির ৬৪ শতাংশের বেশি শেয়ারের মালিক সাধারণ বিনিয়োগকারী। তবে টানা লোকসানের কারণে হামি ইন্ডাস্ট্রিজ এখন শেয়ারবাজারের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। বাজার সংশ্লিষ্ট অনেকের কাছে এটি ‘কারসাজি আইটেম’ নামেও পরিচিত।

বিশ্লেষকদের মতে, কারখানা ভাড়া থেকে প্রাপ্ত আয় কোম্পানির জন্য সাময়িক সহায়ক হতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়। মূল ব্যবসায় ফিরে আসতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না এবং দীর্ঘমেয়াদে কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে।

সালাহউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে