ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসইসি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা

২০২৫ আগস্ট ০৫ ২০:০৬:০৩
বিএসইসি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন দুপুর ১২টায় কমিশনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে কমিশনের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএসইসির চেয়ারম্যানসহ কমিশনারগণ বক্তব্য রাখেন। তারা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং এর পেছনের ত্যাগ-তিতিক্ষা ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা পর্ব শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এদিন দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশনের সব কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে