ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস

২০২৫ জুলাই ১৯ ২০:০৬:৫৮
চলতি সপ্তাহে আসছে ১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভাগুলোতে প্রতিষ্ঠানগুলোর ডিভিডেন্ড এবং/অথবা ইপিএস (আর্নিংস পার শেয়ার) ঘোষণা করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

যে ১০টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো: লাফার্জহোলসিম, বিআইএফসি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, রূপালী ব্যাংক এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

সভাগুলোতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।

অন্যদিকে, লাফার্জহোলসিম, বিআইএফসি, তাকাফুল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড এবং রূপালী ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।

২০ জুলাই

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক দুপুর আড়াইটায়।

রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়।

২১ জুলাই

ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের দ্বিতীয় প্রান্তিক বিকাল সাড়ে ৩টায়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৪টায়।

২২ জুলাই

আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়।

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক বিকাল সাড়ে ৩টায়।

তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের সন্ধ্যা সাড়ে ৭টায়।

২৩ জুলাই

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা বিকাল সাড়ে ৩টায়।

বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক বিকাল ৩টায়।

লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিকের বিকাল সাড়ে ৪টায়।।

মিজান/

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে