ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ

২০২৫ জুলাই ০৯ ২২:৫৮:২৪
শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেগুলোতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ারবাজারে আনার লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার (০৯ জুলাই) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বহুজাতিক কোম্পানিগুলোর দ্রুত তালিকাভুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এর আগে গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ারবাজারের বর্তমান অবস্থা এবং উন্নয়নে করণীয় নির্ধারণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসইসি চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

সেই বৈঠকে শেয়ারবাজার উন্নয়নে পাঁচটি দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ছিল—সরকারি মালিকানাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে সরাসরি শেয়ারবাজারে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।

বিএসইসি জানিয়েছে, এই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে কমিশন কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে