ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঘোড়ার মৃত্যুতে ভেঙে পড়া সেই মনু মিয়া আর নেই

২০২৫ জুন ২৮ ১২:২২:৫০
ঘোড়ার মৃত্যুতে ভেঙে পড়া সেই মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বিখ্যাত মনু মিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন এই মানবতার অনন্য দৃষ্টান্ত, যিনি প্রায় তিন হাজার মানুষের বিনামূল্যে কবর খুঁড়ে পাশে থেকেছেন।

৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন মনু মিয়া। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।

প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন মনু মিয়া। তিনি একটি ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্যই তিনি একসময় তার দোকান বিক্রি করে প্রিয় ঘোড়াটি কিনেছিলেন।

কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময়ে দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এই ঘটনাটি সংবাদে আলোচিত হয়।

প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, “ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো স্বাভাবিক ছিলেন না। তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারিয়েছি। এমন মানুষের অভাব কখনো পূরণ হবে না।”

স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন, তিনি মানবিকতার জীবন্ত প্রতীক ছিলেন। মৃত্যুর পরও তার মানবতা ও ত্যাগের গল্প বহু মানুষের হৃদয়ে জ্বলজ্বল করে বেঁচে থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে