ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

২০২৫ মে ২৬ ১৬:২৭:১০
পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার প্রবর্তনের পরিকল্পনা করছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ নিয়ম চালু হতে পারে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

সোমবার (২৬ মে) বিকেলে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সচিব বলেন, “কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে প্রকৃত আগ্রহী ও দক্ষ শিক্ষার্থীদেরই কারিগরি শিক্ষায় যুক্ত করা যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিকে ভর্তি হওয়া যায়। কিন্তু এতে অনেক সময় অনাগ্রহী বা অপ্রস্তুত শিক্ষার্থী ভর্তি হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও শিক্ষার মানের ওপর।”

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরের একটি এমসিকিউ (MCQ) পরীক্ষা হবে। এর মধ্যে ৭০ নম্বর থাকবে লিখিত (এমসিকিউ) পরীক্ষায়, বাকি ৩০ নম্বর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।

সচিব বলেন, “এই প্রক্রিয়ায় শিক্ষার মান ও শৃঙ্খলা ফিরে আসবে। শিক্ষার্থীরা প্রস্তুত হয়েই ভর্তি হবে, ফলে ড্রপআউট কমবে এবং কারিগরি খাতে বাস্তব দক্ষতাসম্পন্ন জনবল তৈরি হবে।”

সূত্র মতে, এই নিয়ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার চিন্তাভাবনা রয়েছে। এ বিষয়ে নীতিগত আলোচনা ও প্রস্তুতি চলমান।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে