ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৫ এপ্রিল ১০ ১৯:৪০:৪২
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রুটিন প্রকাশ করা হয়। চলমান চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝেই এই ঘোষণা আসে।

লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে ২০২৫ থেকে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে।

পরীক্ষার রুটিন (আবশ্যিক বিষয়):

৮ মে, বৃহস্পতিবার: বাংলা (০০১) – কারিগরি/পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের জন্য

১২ মে, সোমবার: বাংলা (০০২) – সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য

১৩ মে, মঙ্গলবার: ইংরেজি (০০৩) – সব প্রার্থীর জন্য

১৪ মে, বুধবার: বাংলাদেশ বিষয়াবলি (০০৫) – সব প্রার্থীর জন্য

১৫ মে, বৃহস্পতিবার: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) – সব প্রার্থীর জন্য

১৮ মে, রোববার: গাণিতিক যুক্তি (০০৮) এবং মানসিক দক্ষতা (০০৯) – সব প্রার্থীর জন্য

১৯ মে, সোমবার: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) – সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য

পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হবে।

উল্লেখযোগ্যভাবে, পরীক্ষার তারিখ ঘোষণার সময় চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষা পেছানো ও পিএসসির কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন। তবুও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় পিএসসি।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে